শিশুর শ্রবণশক্তি

তালুকাটা শিশুদের কানের সমস্যা অন্য শিশুদের চেয়ে বেশি । কান-নাক-গলা বিশেষজ্ঞের দ্বারা নিয়মিত কান /শ্রবণশক্তি পরীক্ষা করানো উচিত ।

শিশু কি সঠিক ভাবে কথা বলতে পারবে ?
কোন কোন তালুকাটা শিশুর কথা বলায় অসুবিধা দেখা দেয় । কিন্তু সঠিক সময় অস্ত্রোপচার করালে অথবা যদি প্রথম অবস্থায় স্পীচ থেরাপিস্টের নজরে আনা যায়,তাহলে সমস্যা কাটিয়ে ওঠা যায় এবং তার ফলে বলা যায়,স্কুলে যাবার বয়েসে শিশু স্বাভাবিকভাবেই কথা বলতে পারবে । এসব ক্ষেত্রে মা-বাবার সতর্ক হওয়া খবুই জরুরী ।

আপনার সন্তানের ঠোঁট ও তালু বিভক্ত হলেও একজন সম্পূর্ণ স্বাভাবিক শিশু । এসব শিশুদের খাওয়া,চিকিৎসা এবং যত্নের প্রতি একটু বেশি মনোযোগী হওয়া প্রয়োজন । শিশুর এুটি বা বিভক্তির বিষয়ে স্কুল শিক্ষকদেরকে অবশ্যই অবগত হতে হবে । এ শিশুদের লেখাপড়ার যতেষ্ট যোগ্যতা আছে এবং অবশ্যই পারবে জীবনে সর্বোচ্চ সাফল্য অর্জন করতে।

  • Call us: 01556304153
  • Click to Chat
    Scroll to Top