অপারেশনের সঠিক সময় :

ঠোঁটকাটা এবং তালুকাটা নিয়ে জন্মগ্রহণকারী কতজন শিশু সারাবিশ্বে রয়েছে তা কেউ জানে না।
এদের অনেকেই কখনো সঠিকভাবে খাওয়া বা কথা বলতে পারে না, কখনো স্কুলে যাবে না বা চাকরি করবে না।
কত মেয়ে এবং ছেলেরা কখনো হাসতে না পেরে তাদের পুরো জীবন কাটাবে। সবচেয়ে বড় ট্র্যাজিডি হলো,
এই শিশুরা যে শুধু ঠোঁটকাটা বা তালুকাটা নিয়ে জন্মাচ্ছে তা নয়; এরা জন্মগ্রহণ করছে দরিদ্র পরিবারে।
বাংলাদেশে এই শিশুদের সহায়তা করাই স্মাইল ট্রেন-সেন্ট্রাল হাসপাতাল ক্লেফ্ট প্রকল্পের লক্ষ্য।
আমরা ঠোঁটকাটা এবং তালুকাটা রোগীদের বিনামূল্যে শল্য চিকিৎসা (অস্ত্রোপচার) এবং
এ সম্পর্কিত অন্যান্য চিকিৎসাসেবা প্রদান করি। ফিরিয়ে দেই অমলিন হাসি।

অপারেশনের সঠিক সময় :
ঠোঁটকাটা অপারেশন :৩-৬ মাস বয়সে
তালুকাটা অপারেশন : ৯-১২ মাস বয়সে
মাড়ির অপারেশন :৭-৯ বছর বয়সে
নাকের বিকৃতির অপারেশন : ১৬-১৮ বছর বয়সে

ঠোঁট/তালুর বিকৃতির ধরণ এবং শিশুদের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক অপারেশনের সঠিক সময় নির্ধারণ করবেন।

  • Call us: 01556304153
  • Click to Chat
    Scroll to Top