ঠোঁটকাটা রোগীর অস্ত্রোপচার :
শিশুর বয়স তিন থেকে ছয় মাস হলে অস্ত্রোপচার করা হয় । শিশুর ওজন-বয়স অনুযায়ী ভালো অবস্থায় হওযা চাই ।
তালুকাটা রোগীর অস্ত্রোপচার :
শিশু কথা বলা শুরু করার আগেই বিভক্ত তালু অস্ত্রোপচার করে ফেলা উচিত । অথাৎ শিশুর বয়স ৯ মাস হতে ১২ মাসের মধ্যে করতে হবে যদি শিশুর অন্য কোন সমস্যা না থাকে । তালুর অস্ত্রোপচার যত দেরীতে করাবেন ,শিশুর স্বাভাবিক কথা বলার সম্ভাবনা ততই কমতে থাকবে । মনে রাখতে হবে সঠিক সময়ে সঠিকভাবে অস্ত্রোপচার করার উপর নির্ভর করেছে আপনার শিশুর স্পষ্ট কথা বলা ।
শিশুর দাঁতের ধারাবাহিক যত্ন :
ঠোঁটকাটা বা তালুকাটা নিয়ে যে শিশুর জন্ম হয় তার দাঁতের যত্ন খুবই গুরুত্বপূর্ণ । এদের অনেকের দাঁতের অস্বাভাবিকতা থাকে ,হয় ওঠেনি অথবা হয়তো অস্বাভাবিক স্থানে রয়েছে । এজন্য এধরণের প্রত্যেক শিশুকে নিয়মিত দাঁতবিষয়ক বিশেষজ্ঞের তত্বাবধানে রাখা উচিত । যদিও দাতের কার্যকরী চিকিৎসা তিন থেকে সাড়ে তিন বছর বয়সের আগে শুরু হয় না, তবুও সর্বাঈীন চিকিৎসা পরিকল্পনার জন্য শৈশবেই মূল্যায়ন করা জরুরী ।